Monday, July 17, 2017

Types of Sentence And Their Transformation

Sentence কে মূলত ২টি প্রধান ভাগে ভাগ করা যায়। Sentence এর অর্থানুসারে এবং গঠন অনুসারে। Sentence এর প্রকারভেদ নিচের গ্রাফের মাধ্যমে দেখানো হলো:



উপরের চার্টে আমরা দেখছি গঠনানুসারে Sentence ৩ প্রকার। Let's go in depth of these three types.

Simple:  যে Sentence এ ১টি Subject এবং ১টি সমাপিকা অথবা Finite Verb থাকে তাকে Simple Sentence বলে।

Example:
I play in the field with my friends.
I like watching movies in TV.

Complex Sentence: যে Sentence এ ২টি Subject এবং ২টি Finite Verb থাকে তাকে Complex Sentence বলে।

Example:

If you render your help, I will be greatly benefited.

As you were absent yesterday, you could not expect to have the attendance.

Compound Sentence: যে Sentence ২টি Subject এবং ২টি Finite Verb থাকে এবং ২টি বাক্যাংশ and,but,or দ্বারা যুক্ত হয় তাকে Compound Sentence বলে।

Example:

I was present there in the meeting and observed the situation going on.

He earned a huge sum of money in his lifetime but could not be respected & loved by people.

এখন,অর্থানুসারে Sentence কে আবার ৫ ভাগে ভাগ কর যায়। নিচে সেগুলোর উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হলো:

Assertive Sentence: কোন কিছুর বর্ণনা প্রকাশ পেলে তাকে Assertive Sentence বলে।

Assertive Sentence এর বর্ণনা ২প্রকার হতে পারে। যেমন:

i) Affirmative
ii) Negative

Affirmative : হ্যা বোধক। Assertive Sentence কে Affirmative Sentence বলে।

I Love playing cricket.

Negative: না বোধক Assertive Sentence কে Negative Sentence বলে।

I do not hate playing cricket.

Interrogative Sentence: যে বাক্যে কোন প্রশ্ন করা হয় বুঝায়,তাকে Interrogative Sentence বলে।

Example:

Don't you love playing cricket?

Do you love playing cricket?

Imperative Sentence: আদেশ,উপদেশ,নিষেধ,অনুরোধ বুঝায় যে Sentence তাকে Imperative Sentence বলে।

Example:

Do the work. (order)

Do not make noise in the classroom. (Forbade)

Always speak the truth. (Advice)

Give me a glass of water,please. (Request)

Optative Sentence: যে বাক্যে প্রার্থনা কিংবা শুভকামনা করা হয় তাকে Optative Sentence বলে।

Exclamatory Sentence: আনন্দ,উচ্ছাস,আবেগ,সুখ,দুঃখ ইত্যাদি বুঝালে তাকে Exclamatory Sentence বলে।

Example:

How wonderful the environment is!

How sweetly the bird chirps!

What a pity it is!

Alas! He is undone.

Changing Of Five Types Of Sentence.

                                                   Affirmative to Negative

1. Only/Alone যুক্ত Affirmative Sentence কে Negative করার সময় নিম্নোক্ত পরিবর্তন আসবে।

Only/Alone- None but (ব্যক্তি বুঝালে)
Only- Nothing but (বস্তু বুঝালে)
Only - Not more than (সংখ্যা বুঝালে)

Example:

Aff: Only Allah can rescue me from this situation.

Neg: None but Allah can rescue me from this situation.

Aff: This is only the beginning.

Neg: This is nothing but the beginning.

Aff : He has got only 10 marks.

Neg: He has got not more than 10 marks.

2. Affirmative থেকে Negative করার সময় নিচের word গুলো নিম্নোক্ত ভাবে পরিবর্তিত হবে।

Must- cannot but/cannot help (এরপর verb+ing হবে)

Both-and---not only-but also

Example:

Aff: I must complete the work before the deadline.

Neg: I cannot but complete the work before the deadline.

or, I cannot help completing the work before the deadline.

Aff: Both I and Mizan have a blogspot account.

Neg: Not only I but also Mizan have a blogspot account.

3. যদি উপরের কোন word না থাকে তথাপি Affirmative থেকে Negative করতে বলা হয়,সেক্ষেত্রে বুঝতে হবে প্রদত্ত বাক্যটিতে অবশ্যই একটি Adjective দেওয়া আছে এবং তার জন্য নিচের গঠনটি অনুসরণ করতে হবে।

Subject+Verb+not+প্রদত্ত Adjective টির বিপরীত শব্দ+বাকি অংশ।

Example:

Aff: He is a healthy man.

Neg: He is not an unhealthy man.

Aff: You should be very punctual in your way of life.

Neg: You should not be very late in your way of life.

নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের বিপরীত শব্দ দেওয়া হলো:

Honest-dishonest   good-bad

small - big
best-worst
discipline - Undiscipline
Strong - Weak
Satisfaction -dissatisfaction
Always- Never
Ever- Never
Remember-forget
Strong - weak
Mortal - Immortal
Morality - Immorality
Punctual - Late
 Thick- Thin
Fatty - Slim

                                                           Assertive-Interrogative

Assertive Sentence কে Interrogative করার সময় ২টি নিয়ম আছে।

i) Auxiliary Verb থাকলে:

A.V+(n't)+Subject+বাকি অংশ

এখানে ব্র‍্যাকেটে n't লিখার অর্থ হলো যদি প্রদত্ত Sentence টি Affirmative হয় তাহলে Not আসবে এবং প্রদত্ত Sentence টি neg হলে নতুন করে আর not আনতে হবেনা। not সবসময় n't দিয়দ বসবে।

Example:

He is my best friend.

Isn't he my best friend?

This is not a copy post.

Is this a copy post?

ii) যদি A.v না থেকে মূল verb থাকে সেক্ষেত্রে নিচের গঠন অনুসরণ করতে হবে।

Do/does/did/+(n't)+subject+verb এর present form+ বাকি অংশ

Nothing-anything এবং never-ever হবে

Example:

Assertive: He knows nothing.

Interrogative: Does he know anything?

Assertive: I will never do this.

Interrogative: Will I ever do this?

Assertive: I went there with my cousin.

Interrogative: Didn't I go there with my cousin?

                                                 Imperative to Assertive

এই প্রকারের পরিবর্তন খুব বেশি আসেনা। তারপরো যদি আসে তাহলে নিচের গঠনটি হবে।

You should+ বাকি অংশ

Example:

Imp: Do it now.

Ass: You should do it now.

Imp: Help the poor.

Ass: You should help the poor.

                                                              Optative to Assertive

এটাও খুব বেশি আসেনা। এই প্রকার Sentence অবশ্যই May দিয়ে শুরু হবে এবং নিচের গঠন অনুসরণ করতে হবে।

Sub+might+বাকি অংশ

Opt: May Allah bless you.

Ass: Allah might bless you.

                                                      Assertive to Exclamatory

এই প্রকার sentence পরিবর্তন করার জন্য নিচের গঠন দু'টি follow করতে হবে :

Assertive: Subject+ V+ (a)+ very/great+adjective/adverb/noun+extension

Exclamatory : How/what+(a)+adj/adv/noun+ext+sub+v+!

A থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলে বসবে,নয়তো না। যদি a থাকে তাহলে হবে what আর যদি না থাকে তাহলে হবে how
pity,fool,beauty এই ৩টি word এর জন্য হবে great আর বাকিক্ষেত্রে হবে very.

Assertive: This is great beauty.

Exclam: What a beauty this is!

Assertive: The bird sings beautifully.

Exclam: How beautifully the bird sings!