গত পোস্টে আমরা আলোচনা করছিলাম Degree নিয়ে। পুনরালোচনা করলে দেখা যায় দুইটি রুলসেই আমরা superlative এবং Comparative form নিয়ে কথা বলেছি। কিন্তু আমাদের অনেকেই জানিনা আসলে কোন word এর Superlative and Comparative form কি। আর এতো বিশাল শব্দ ভান্ডারের সব শব্দের superlative and comparative form মুখস্থ করাও সম্ভব নয়।
তাই আসুন একটি সহজ ট্যাকনিক ফলো করি।
যে কোন মূল শব্দ হচ্ছে Positive form। এবং সেই Word টি যদি একবারে উচ্চারণ করা যায় অর্থাৎ এক সিলেবল হয় তাহলে তাকে Comparative করার সময় মূল শব্দের সাথে 'er' এবং Superlative করার সময় মূল শব্দের সাথে 'est' যুক্ত করে দিলেই হয়ে যায়।
আর যে শব্দ গুলো আমরা একবারে উচ্চারণ করতে পারিনা অর্থাৎ এক সিলবলের অধিক তাদেরকে Comparative করার সময় মূল শব্দের আগে 'more' এবং Superlative করার সময় 'most' যুক্ত করলেই হয়ে যায়।
Example:
Positive-Comparative-superlative
tall- taller- tallest
nice-nicer-nicest
smart - smarter- smartest
beautiful- more beautiful- most beautiful
important-more important-most important
ব্যতিক্রম'
positive-comparative-superlative
good-better-best
bad-worse-worst
many-more-most
Degree এর আগের দুইটি রুলস ছাড়াও আরো ৩টি রুলস লক্ষ্য করা যায়। এইগুলো শুধু দুইজনের মধ্যে তুলনা বুঝাতে ব্যবহৃত হয়। এর কোন Superlative হয়না।
১)
Comparative: Subject1+Auxiliary verb+Comparative form+than+Subject2
Positive: Subect2+Auxiliary Verb+not+as+positive form+as+subject1
Example:
Com: He is taller than I.
Pos: I am not as tall as he.
2)
Comparative: Subject1+Auxiliary Verb+not/not less+comparative+than+Subect2
positive: Subect1+Auxiliary Verb+as+positive form+as+Subject2
Example:
Com: He is not taller than I.
Pos: He is as tall as I.
Com: He is not less talented than I.
Pos:He is as talented as I.
৩)
Comparative: Subject1+Auxiliary verb+less+comparative form+than+Subject2
Positive: Subject1+Auxiliary verb+not+as+positive form+as+Subject2
Example:
Com: He is less smarter than I.
Pos: He is not as smart as I.
No comments:
Post a Comment